বিনোদন

মিউজিকই ‘জেইলার’ সিনেমাকে অসাধারণ বানিয়েছে : রজনীকান্ত

তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার’। গত ১০ আগস্ট এটি মুক্তি পায়। এরপর থেকেই বক্স অফিসে ব্যবসা করেছে ছবিটি। বিশ্বব্যাপী এর আয় ছাড়িয়ে গেছে ৬০০ কোটি রুপি।

বক্স অফিস মাতানো এই ছবিকেই ‘অ্যাভারেজ’ বললেন রজনীকান্ত। তার মতে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ছবিটি গড়পড়তা একটি কাজ। মিউজিকের সুবাদেই এটি ব্লকবাস্টার হয়েছে। চমকপ্রদ সেই কাজটি করেছেন ভারতের সিনেমা মিউজিকের নতুন সেনসেশন অনিরুদ্ধ রবিচন্দর। সম্প্রতি ‘জেলার’র সাফল্যের পার্টি দেওয়া হয়। সেখানেই এমন মন্তব্য করেন থালাইভা।

রজনীকান্ত বলেন, ‘ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ডিংয়ের আগে আমি ছবিটি প্রথম দেখি। তখন আমার কাছে এটিকে অ্যাভারেজ মনে হয়েছিল। কিন্তু যেভাবে অনিরুদ্ধ মিউজিক করেছে, মাই গড! সে ছবিটিকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যেমনটা একজন বধূকে সাজানোর পর মনে হয়। অসাধারণ!’

এছাড়া ‘জেলার’ সিনেমার ক্যামেরাম্যান ও সম্পাদকের প্রশংসাও করেছেন রজনীকান্ত। তিনি জানান, ‘এত সুন্দর চিত্রায়ন প্রত্যাশাও করিনি। আর সম্পাদনাও হয়েছে দারুণ।’

অদ্ভুত ব্যাপার হলো, ‘জেলার’র অবিশ্বাস্য সাফল্যে মাত্র পাঁচ দিন খুশি ছিলেন রজনীকান্ত। তার ভাষ্য, “দিব্যি বলছি, ছবিটা যখন হিট হলো, আমি মাত্র পাঁচ দিন খুশি ছিলাম। এরপর থেকেই আমি চিন্তায় আছি পরবর্তী সিনেমা নিয়ে। যেহেতু এই ছবির মাধ্যমে দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে। সুতরাং পরবর্তী ছবি আরও বড় পরিসরে করতে হবে।’

উল্লেখ্য, ‘জেলার’ নির্মাণ করেছেন নেলসন। এতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন বসন্ত রবি, শিব রাজকুমার, মোহনলাল, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। ছবির সুপারহিট গান ‘কাভালা’য় নেচেছেন তামান্না ভাটিয়া। ছবিটির পেছনে ব্যয় হয়েছিল প্রায় আড়াইশ কোটি রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *