আন্তর্জাতিক

ভারতে গাছচাপা পড়ে ৭ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে প্রবল ঝড়ে উপড়ে যাওয়া বিশাল একটি গাছচাপা পড়ে অন্তত সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে একটি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রোববার সন্ধ্যায় মহারাষ্ট্রের আকোলা জেলার ওই মন্দিরের সামনে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। হঠাৎ ভারি বৃষ্টি ও প্রবল ঝড় শুরু হলে ভক্তরা একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এ সময় বাতাসের তোড়ে পাশে থাকা পুরনো একটি বিশাল নীম গাছ উপড়ে গিয়ে টিনের চালার ওপর আছড়ে পড়ে।

স্থানীয় পুলিশ জানায়, অন্তত ৩৫-৪০ জন লোক চালাটির নিচে চাপা পড়েন, তাদের মধ্যে সাতজন প্রাণ হারান। তাছাড়া, এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধারকাজে নেমে পড়েন। এক্সক্যাভেটর এনে গাছের গুড়ি ও ধসে পড়া টিনের চালা সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

এর আগে গত মাসে মহারাষ্ট্রের প্রতিবেশী মধ্যপ্রদেশ রাজ্যে অপর একটি মন্দির প্রাঙ্গণে কুয়ার ছাদ ধসে পড়ে ৩৫ জনের মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *