আন্তর্জাতিক

ফ্রান্সের ভবন ধ্বসে আহত ৫

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরের একটি চারতলা ভবন ধসে পড়ে পাঁচজন আহত হয়েছে। রোববার (৯ এপ্রিল) রাত ১২টা ৪০ মিনিটের পর হঠাৎ করে বিকট শব্দ হয়ে ভবনটি ধসে পড়ে।

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স২৪ জানায়, ধসে পড়ার পর ভবনটিতে আগুন জ্বলতে থাকায় তাৎক্ষণিকভাবে ভবনটির নিচে আটকে পড়াদের উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত ভবনটির আশপাশের ভবনে বসবাসরত পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মার্সেইয়ের মেয়র বেনো পায়ান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির নিচে চাপা পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানা যায়, ধুলার কারণে ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারীদের শ্বাস-প্রশ্বাসে বেশ সমস্যা হচ্ছিল। তাছাড়া ঝুঁকিপূর্ণ ও উদ্ধারকাজে বিঘ্ন এড়াতে নির্দিষ্ট এলাকায় সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *