খেলাধুলা

ভারতীয় ভিসা পেলেন পাকিস্তানী বংশোদ্ভূত বশির

শেকড় পাকিস্তানে থাকলেই ভারতের ভিসা পাওয়া যে কত জটিল হয়ে যেতে পারে, তার সবশেষ জ্বলজ্যান্ত উদাহরণ শোয়েব বশির। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডের স্কোয়াডের সবাই যখন ভারতে, তখন এই আনক্যাপড স্পিনার লড়ছেন ভিসা পাওয়ার যুদ্ধে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো, দল ভারতে পা রাখার চতুর্থ দিনে ভিসা পেয়েছেন বশির।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বুধবার দিয়েছে এই সুখবর।

বশিরকে সঙ্গে করে নিয়ে আসতে না পারায় হতাশা প্রকাশ করেন অধিনায়ক বেন স্টোকস। ভিসার জন্য অনুশীলন ক্যাম্প সংযুক্ত আরব আমিরাত থেকে ২০ বছর বয়সী স্পিনারের আবার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ব্যাপারটিকে দুঃখজনক বলেন ইংলিশ অলরাউন্ডার।ব

স্বাভাবিকভাবে প্রথম টেস্টে খেলতে পারছেন না বশির। ভিসা সমস্যার সমাধান করতে তিনি দেশে ফিরে যান। পাকিস্তানি বংশোদ্ভুত এই ক্রিকেটারের ভিসা ইস্যু করা নিয়ে ইসিবি জানায়, ‘আমরা আনন্দিত যে এই সমস্যার সমাধান হয়েছে। শোয়েব বশির তার ভিসা পেয়েছেন। এই সপ্তাহের শেষ দিকে তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন।’

ভারতীয় পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বশিরের ভিসা জটিলতাকে স্বাভাবিক চোখে দেখছেন, ‘লন্ডন ভিসা ইস্যু করেছে। ভারতীয় ভিসা ইস্যু করার ক্ষেত্রে কিছু নিয়ম ও বিধি রয়েছে। এই ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *