খেলাধুলা সর্বশেষ

ইংল্যান্ডের কাছে লজ্জার পরাজয় টাইগারদের

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো টাইগাররা। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটে-বলের লড়াইয়ে চরম ব্যর্থতায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৪৮.২ ওভারে মাত্র ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

 

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো বাংলাদেশ দল। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৩৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লিটন-মুশফিকরা।

বড় এই পরাজয়ের মধ্য দিয়ে লজ্জার এক রেকর্ডও গড়েছে সাকিবরা। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়ে আজকের ম্যাচটি জায়গা করে নিয়েছে তৃতীয় স্থানে। ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ১৯৮ রানে পরাজিত হওয়া ম্যাচটি রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়টি ২০১১ বিশ্বকাপে। সেবার দক্ষিণ আফ্রিকার কাছে ২০৬ রানে হেরেছিল বাংলাদেশ।

এদিকে বড় ওই জয়ে রেকর্ড গড়েছে ইংল্যান্ডও। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রানের ব্যবধানে এটি তাদের চতুর্থ সর্বোচ্চ জয়। বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় ভারতের বিপক্ষে ১৯৭৫ সালে লর্ডসে। সেবার ২০২ রানে জিতছিল ইংলিশরা। ১৯৭৫ বিশ্বকাপেই পূর্ব আফ্রিকার বিপক্ষে ১৯৬ রানে জিতেছিল ইংল্যান্ড।

এরপর ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানকে ১৫০ রানে হারিয়েছিল শেষ পর্যন্ত আসরের চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড। এবার বাংলাদেশ ১৩৭ রানে হারালে তারা। ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ১২২ রানে হারিয়েছিল ইংলিশরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *