খেলাধুলা

বাতিল হয়ে গেল শোয়েবের ‘স্বপ্নের প্রকল্প’

শোয়েব আখতারের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ আপাতত নির্মাণ হচ্ছে না। এই বায়োপিক নিয়ে পাকিস্তান তথা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ ছিল। কিন্তু নির্মাতার সঙ্গে মতবিরোধের কারণে বায়োপিকর সঙ্গে নিজেকে আর যুক্ত রাখতে চান না বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই গতিদানব। প্রয়োজনে আইনী ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন শোয়েব।

আগামী ১৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল শোয়েবের ক্রিকেট জীবন তৈরি সিনেমা ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে শোয়েবের বায়োপিক তৈরির কাজ। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই বায়োপিকের নির্মাতার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে শোয়েবের। ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় নির্মাতার সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন। শোয়েবের এই সিদ্ধান্তে অনেকেই হতাশ। কেউ কেউ তাকে আরও একবার ভেবে দেখার অনুরোধও করছেন।

শোয়েব বলেছেন, ‘দুঃখের সঙ্গে সকলকে জানাচ্ছি, কয়েকমাস অনেক ভাবার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। নিজেকে “রাওয়ালপিন্ডি এক্সপ্রেস” থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আইনজীবীদের পরামর্শ নিয়ে নির্মাতার সঙ্গে সব চুক্তি বাতিল করেছি। অবশ্যই এটা স্বপ্নের প্রকল্প ছিল এটা। নিজেকে সংযত রাখার অনেক চেষ্টা করেছি। বিষয়টার সঙ্গে থাকতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সব কিছু ঠিক মতো হচ্ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *