খেলাধুলা সর্বশেষ

বাংলাদেশকে বিশ্বকাপের শুভকামনা জানালো আর্জেন্টিনা

শনিবার আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালায় বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে। এর আগে এএফএ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে। উপরে মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের উদযাপন, আর নিচে তাসকিন আহমেদের বিজয়উল্লাসের ছবি দিয়ে ক্যাপশনে লেখা, ‘আইসিসি বিশ্বকাপ ২০২৩ এ পথচলা শুরু করার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানাই। চ্যাম্পিয়ন হওয়ার মনোভাব তোমাদের জয়ের পথে পরিচালিত করুক।’ ছবিতে লেখা, ‘বাঘেদের গর্জন করার সময় হয়েছে’।

গত বছর বিশ্বকাপে আর্জেন্টিনা বাংলাদেশের সমর্থনের জোয়ারের প্রশংসা করেছিল। বিশ্ব জয়ের পর অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির মুখেও ছিল বাংলাদেশের নাম। এমনকি দুই দেশের রাষ্ট্রপ্রধানও শুভেচ্ছা বিনিময় করেন। এই সমর্থনের জোয়ারে ভেসে ঢাকায় আবার খোলা হয় আর্জেন্টাইন অ্যাম্বাসি।

কাতার বিশ্বকাপের পর বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্ক আরও সমৃদ্ধ হয়েছে। সর্বশেষ গত মার্চে বাংলাদেশের অধিনায়ক সাকিবের জন্য দেশটির একটি জার্সি পাঠিয়েছিল তারা। আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে সেই জার্সি তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *