খেলাধুলা

বর্ষসেরা ১০০ ফুটবলারের মধ্যে ব্রাজিলের যারা

প্রতিবছর মাঠের সবদিক বিবেচনা করে সেরা ১০০ ফুটবলার বাছাই করে ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তারই ধারাবাহিকতায় এ বছরও ২০৬ জনের একটি নির্বাচক প্যানেল সেরা ১০০ জন সেরা ফুটবলার বাছাই করেছে। এ তালিকায় ক্যারিয়ারের অন্তিমলগ্নে এসে বিশ্বকাপের শিরোপা জেতা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি জিতেছেন গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

তালিকায় সেরা পাঁচে রয়েছেন, কিলিয়ান এমবাপ্পে (দ্বিতীয়), করিম বেনজেমা (তৃতীয়), আরলিং হলান্ড (চতুর্থ) ও লুকা মদ্রিচ (পঞ্চম)।

এ তালিকায় ১২ নম্বরে আছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। নেইমার ছাড়াও সর্বোচ্চ ১৪ জন ব্রাজিলিয়ান এ তালিকায় স্থান পেয়েছেন। এ ছাড়া কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ১১ জন ও রানার্সআপ ফ্রান্সের ১২ জন এ তালিকায় জায়গা করে নিয়েছেন। সেলেসাওদের নতুন আবিষ্কার ভিনিসিয়াস জুনিয়র আছেন তালিকার অষ্টম স্থানে। রিয়াল মাদ্রিদের এ উইঙ্গার ব্রাজিলিয়ানদের মধ্যে সবার উপরে জায়গা করে নিয়েছেন। এ তালিকায় স্থান পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের দুই গোলকিপার লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার ও ম্যানসিটির এডারসন। অ্যালিসনের অবস্থান ৩৪তম ও এডারসনের অবস্থান ৫৪তম।

এক নজরে বর্ষসেরা ১০০ ফুটবলারের মধ্যে ব্রাজিলের যারা :

ভিনিসিয়াস জুনিয়র (অষ্টম), নেইমার জুনিয়র (১২তম), ক্যাসিমিরো (১৫তম), গোলরক্ষক অ্যালিসন বেকার (৩৪তম), এডারসন (৫৪তম), রিচার্লিসন (৬১তম), গ্যাব্রিয়েল জেসুস (৬২তম), মার্কুইনহোস (৬৫তম), মিলিটাও (৬৭তম), থিয়াগো সিলভা (৭৫তম), ফ্যাবিনহো (৭৭তম) ব্রুনো গুইমারেস (৯০তম), রদ্রিগো (৯৩তম) এবং বারবোসা (৯৯তম)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *