বিশ্ব বিদ্যালয় মেডিক্যাল সর্বশেষ

পেছানো হল মেডিকেল কলেজের ক্লাস শুরুর সময়

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ পেছানো হয়েছে। আগামীকাল রোববার উদ্বোধনী ক্লাস হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে।

জানা গেছে, বেসরকারি মেডিকেল কলেজে বেশ কিছু আসন ফাঁকা ছিল। ওই আসনগুলোতে ভর্তির জন্য গত সপ্তাহে শিক্ষার্থীদের এসএমএস পাঠানো হয়। গত গতকাল শুক্রবার এবং আজ শনিবার ব্যাংক বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ভর্তির টাকা পরিশোধ করতে পারেননি। এজন্য উদ্বোধনী ক্লাসের তারিখ পেছানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি মেডিকেল কলেজে অনেক শিক্ষার্থী ভর্তির জন্য টাকা জমা দিতে পারেননি। এর মূল কারণ ব্যাংক বন্ধ থাকা। সেজন্য উদ্বোধনী ক্লাসের সময় একদিন পেছানো হয়েছে।

তিনি আরও বলেন, মেডিকেলের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন আগামীকাল রবিবারের পরিবর্তে আগামী সোমবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হবে। আমরা বিষয়টি মৌখিকভাবে সকলকে জানিয়ে দিয়েছি।

প্রসঙ্গত, দেশের সরকারি বেসরকারি মেডিকেলে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পর ১২ মার্চ ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৯  হাজার ১৯৪ জন।

দেশের ৩৭টি সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনে ভর্তি হন শিক্ষার্থীরা। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৬ হাজার ১৬৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *