বিনোদন

না ফেরার দেশে স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশ

না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশিষ্ট সংগীতশিল্পী লীনু বিল্লাহ। এছাড়া বুলবুল মহলানবীশের ভাইয়ের মেয়ে নাট্যকর্মী, অভিনেত্রী জয়ীতা মহলানবীশও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

শিল্পীর শেষকৃত্যের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ তার ছেলে থাকেন আমেরিকায়। তার সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বুলবুল মহলানবীশের নাম। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে কাজ করেছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করছিল, ওই সময় কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ’- গানটি। কালজয়ী এই গানের শিল্পীদের একজন বুলবুল মহলানবীশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *