বিজ্ঞান ও প্রযুক্তি সর্বশেষ

জেনে নিন ইমোর নতুন ফিচার ‘জিরো নয়েজ’ সম্পর্কে

ইমোর (আইএমও) জিরো নয়েজ ফিচার অ্যাপের অডিও ও ভিডিও কলের অনাকাঙ্ক্ষিত নয়েজ (কোলাহল) ফিল্টার করবে। ফিচারটি ইতিমধ্যে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে ফিচারটির বেটা সংস্করণ ব্যবহার করেছেন কিছু ব্যবহারকারী, যারা ঝামেলাহীন যোগাযোগে কোলাহলমুক্ত কলের সুবিধা উপভোগ করছেন।

ইমোতে অডিও ও ভিডিও কল শুরু করার পর, আশপাশের পরিবেশ বা ফোনের অপর পাশে উচ্চশব্দ বা কোলাহল থাকলে ‘জিরো নয়েজ’ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এসময় ‘জিরো নয়েজ মোড অ্যাক্টিভেটেড’ নোটিফিকেশন আসবে। ব্যবহারকারীরা সহজে ফিচারটি অডিও বা ভিডিও কলের ইন্টারফেস থেকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টভেট করতে পারবেন। ইমোর এই ফিচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কোলাহল কমানোর ক্ষেত্রে অন্যতম স্মার্ট সমাধান হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *