বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

কর্মমুখী ও দক্ষতানির্ভর উচ্চশিক্ষায় মনোযোগী হতে হবে।

দেশে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর চেয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতে গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। মঙ্গলবার (৩১ জানুয়ারি) নটিংহাম বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় অধ্যাপক আলমগীর এ কথা বলেন।

ইউজিসি’র এই সদস্য বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোনও প্রোগ্রাম চালুর ক্ষেত্রে শিক্ষক, গবেষণাগার ও অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু, দেশের অনেক বিশ্ববিদ্যালয় এসব শর্ত প্রতিপালন না করেই শিক্ষা কার্যক্রম শুরু করছে। এটি দুঃখজনক ঘটনা। এ কারণে শ্রমবাজারের উপযোগী মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি থেকে দেশ বঞ্চিত হচ্ছে। গুণগত উচ্চশিক্ষা লাভ থেকে যেন শিক্ষার্থীরা বঞ্চিত না হয়।

কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় নটিংহাম বিশ্ববিদ্যালয় দেশের কলেজসমূহে উচ্চশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের শিখন ও দক্ষতার উন্নয়নে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে। সভায় প্রতিনিধিদল শিক্ষক প্রশিক্ষণের অগ্রগতির নানান দিক তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *