বিদ্যালয় বার্তা সর্বশেষ

এসএসসি ফল : সবচেয়ে বেশি ফেল করেছে ঢাকা বোর্ডে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকা শিক্ষাবোর্ডে। আবার অনুত্তীর্ণ পরীক্ষার্থী সংখ্যায়ও সর্বাধিক ঢাকা শিক্ষাবোর্ডে। অর্থাৎ ঢাকা শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।

ঢাকা শিক্ষাবোর্ডে ফেল করেছে ৯৩ হাজার ৪৯৪ শিক্ষার্থী। ঢাকা শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ১৬ হাজার ৪২৬ জন। রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল করেছে ২৪ হাজার ৬৬৭ জন, পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩ হাজার ৬২৫। কুমিল্লা শিক্ষাবোর্ডে ফেল করেছে ৩৯ হাজার ৪১৯, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৬২৫ জন।

যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৭৫৯, ফেল করেছে ২১ হাজার ৫৪৬ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফেল করেছে ৩৩ হাজার ২৯৭ জন, পরীক্ষার্থী ছিল এক লাখ ৫৩ হাজার ৩৮৩। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ফেল করেছে ১৭ হাজার ৮২৫, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৮৭২ জন

দিনাজপুর শিক্ষাবোর্ডে ফেল করেছে ৪৬ হাজার ১৪২ জন, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৪৯১। সিলেট শিক্ষাবোর্ডে ফেল করেছে ২৬ হাজার ২২৬ জন, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজার ৫৩২। বরিশাল শিক্ষাবোর্ডে ৮ হাজার ৮৫৭ শিক্ষার্থী ফেল করেছে, পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজার ১৯৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *