বিদ্যালয় বার্তা সর্বশেষ

এসএসসি ফল : বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গ্রুপভিত্তিক সর্বোচ্চ পাসের হার বিজ্ঞান বিভাগে, আর সর্বনিম্ন মানবিক বিভাগে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন মন্ত্রী

ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৭ হাজার ৯২৯ শিক্ষার্থী। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৬৪৭ জন। আর ব্যবসায় শিক্ষা থেকে ৫ হাজার ৮৬৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবছর বিজ্ঞান বিভাগে দুই লাখ ৭৯ হাজার ২১৯ জন ছাত্র অংশ নিয়েছে। এদের মধ্যে কৃতকার্য হয়েছে দুই লাখ ৬০ হাজার ৮৯৬ জন। এছাড়া দুই লাখ ৬৩ হাজার ৮৭৩ জন ছাত্রী অংশ নিলেও পাস করেছে দুই লাখ ৪৯ হাজার ৯২৯ জন। গ্রুপভিত্তিক বিজ্ঞান বিভাগে মোট পাসের হার ৯৪ দশমিক ০৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *