বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

এশিয়ান গেমসে হকি দলের হয়ে খেলবে যবিপ্রবির শুভ

এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় হকি দলের হয়ে খেলবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আল-নাহিয়ান শুভ। আগামী রোববার (২৪ সেপ্টেম্বর) চীনের হংজুতে জাপানের বিপক্ষে প্রথম মাঠে নামবে বাংলাদেশ জাতীয় হকি দল।

আল-নাহিয়ান শুভ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের (পিইএসএস) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

১৯তম এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ১৮ সদস্যবিশিষ্ট একটি হকি দল কোরিয়ান কোচ ইয়াং কুই কিম ও ম্যানেজার মাহবুব ঈষাণ রানার নেতৃত্বে ইতোমধ্যে চিনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। ২০ দিনের এই সফরে নিজ বিশ্ববিদ্যালয় ও দেশকে এগিয়ে নিতে চান শুভ।

দেশের হয়ে খেলার সুযোগে আল নাহিয়ান শুভ বলেন, বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে খেলার অনুভূতি বলে বুঝানোর ভাষা আমার নেই। এই খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। সবচেয়ে বড় পাওয়া হলো বাংলাদেশের পতাকাকে এশিয়ার মঞ্চে তুলে ধরতে পারবো। দেশের হয়ে সেমিফাইনাল খেলতে চাই, দেশের সঙ্গে সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়কেও সম্মানিত করতে চাই।

সূত্র : ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *