খেলাধুলা সর্বশেষ

উইকেট-সেঞ্চুরি উত্তেজনায় কেমন গেলো ঢাকা টেস্ট

মুশফিকুর রহিম নাকি কেন উইলিয়ামসনের উইকেট। কোনটা সবচেয়ে বড়? এ নিয়ে তর্কে জড়ানোর কোনো মানে নেই। নিশ্চিতভাবেই কেন উইলিয়ামসন। সবশেষ চার টেস্টে চার সেঞ্চুরি। ২৯ সেঞ্চুরি নিয়ে বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ব্যাটসম্যানদের মধ্যে আছেন তৃতীয় স্থানে। তার উইকেটটা আগেভাগে বাগিয়ে নেওয়া মানে অর্ধেক কাজ শেষ।

মিরাজের বলে ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে শাহাদাতের হাতে শর্ট লেগে ক্যাচ দেন সাবেক কিউই অধিনায়ক। নিচু হয়ে আসা বল দারুণ দক্ষতায় তালুবন্দি করেন শাহাদাত। তাতে উল্লাসে ফেঁটে পড়ে স্বাগতিক শিবির। কেননা উইলিয়ামসন ২২ গজে থিতু হয়ে গেলে কতটা ভোগাতে পারেন তা কল্পনারও বাইরে। কিন্তু তাকে ফেরানোর আগে-পরের মিরপুরের চিরচারিত ২২ গজে যা হলো তা নিশ্চিতভাবেই কল্পনার বাইরে ছিল না!

বল দিনের শুরু থেকে ছোবল দিচ্ছে। অসমান বাউন্স। ধীরগতির উইকেট। স্বাগতিক দল তো জানতই এমন কিছু হবে। সফরকারীদেরও ধারণার বাইরে ছিল না। তারপরও ১৫ উইকেট বড্ড বাড়াবাড়ি কিনা তা নিয়ে বিরাট প্রশ্ন তোলাই যায়।

আগে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭২ রানে অলআউট। শেষ বিকেলে নিউ জিল্যান্ড খেলতে নেমে স্কোরবোর্ডের চিত্রটা এরকম, ৫৫/৫। হাতে ৫ উইকেট রেখে ১১৭ রানে পিছিয়ে নিউ জিল্যান্ড। প্রথম দিনের পারফরম্যান্সের হিসেবে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে। কিন্তু এমন উইকেটে দুই দলের ব্যাটসম্যানদের যে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে তা বলতে দ্বিধা নেই।

উইকেট, ব্যাটসম্যানদের ব্যাটিং ছাপিয়ে ম্যাচের প্রথম দিন চিরস্মরণীয় হয়ে থাকবে মুশফিকুর রহিমের আউটে। ৪৭ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ পথ খুঁজে পায় শাহাদাত ও মুশফিকের ব্যাটে। দুজনের দায়িত্বশীল জুটিতে পরিস্থিতি সামলে দলের রান এগিয়ে যায় ভালোভাবে। দেয়াল হয়ে দাঁড়িয়ে তারা কোনো সুযোগ দিচ্ছিলেন না বোলারদের। থিতু হওয়া প্রায় আড়াই ঘণ্টার সেই জুটি ভাঙে মুশফিকের মতিভ্রমে! বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড’ আউট হন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *