স্কলারশিপ

অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও ম্যানেজমেন্টে বৃত্তি দিচ্ছে অর্থ মন্ত্রণালয়

২০২৩-২৪ শিক্ষাবর্ষে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স (Actuarial Science) এবং অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্ট (Actuarial Management) বিষয়ে মাস্টার্স প্রোগ্রামের জন্য ২ বছর মেয়াদী বৃত্তি দিচ্ছে অর্থ মন্ত্রণালয়।

প্রয়োজনীয় শর্ত:
১। ১ম বছর Masters in Actuarial Science ডিগ্রির জন্য যুক্তরাজ্যের City, University of London এর Bayes Business School (Formerly Cass Business School) c Unconditional Offer Letter Conditional Offer Letter সংবলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে

২। Bayes Business School এর সকল শর্তাদি পূরণপূর্বক Masters in Actuarial Science সম্পন্ন করার পর পরবর্তী ১ বছর মেয়াদে Masters in Actuarial Management প্রোগ্রামে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে;

৩। বৃত্তিপ্রাপ্ত ব্যক্তি অধ্যয়ন শেষে দেশে ফিরে কমপক্ষে ১০ বছর দেশের বীমা খাতের সাথে যুক্ত থাকতে হবে;

৪। বিদেশে সম্পন্ন স্নাতক/মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে আবশ্যিকভাবে ইউজিসি কর্তৃক ডিগ্রি সমতায়নের প্রত্যয়নপত্র জমা দিতে হবে;

৫। সরকারি কর্মকর্তার ক্ষেত্রে আবেদনকারীর চাকুরী স্থায়ী হতে হবে এবং চাকরিতে প্রবেশের পর বিদেশে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে থাকলে এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না;

বয়সসীমা: ৩১-০৫-২০২৩ তারিখে সর্বোচ্চ ৪০ বছর এবং বীমা সেক্টরে কর্মরতদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীগণ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইট (www.fid.gov.bd ও www.idra.org.bd) থেকে আবেদনপত্রের ফরম ডাউনলোড করে সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, পরীক্ষার মার্কশিট/গ্রেড পয়েন্টের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এর সত্যায়িত কপি, TOEFL / IELTS পরীক্ষার ফলাফল এর সত্যায়িত কপিসহ নিম্নস্বাক্ষরকারী বরাবরে ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা: ৩১ মে, ২০২৩ তারিখ, বুধবার, বিকাল ৫ টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *