সাজেশন

অষ্টম শ্রেণি – বাংলা ২য় পত্র | ভাষা

ভাষা

১১. মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কত তম?

ক. প্রথম

খ. দ্বিতীয়

গ. চতুর্থ

ঘ. পঞ্চম

১২. জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায়, তাকে কী বলে?

ক. রাষ্ট্রভাষা

খ. আঞ্চলিক ভাষা

গ. মাতৃভাষা

ঘ. উপভাষা

১৩. রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য সংবিধান স্বীকৃত ভাষাকে কী বলে?

ক. মাতৃভাষা খ. সমাজ ভাষা

গ. জাতির ভাষা ঘ. রাষ্ট্রভাষা

১৪. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা?

ক. প্রথম ভাগের প্রথম অনুচ্ছেদে

খ. প্রথম ভাগের দ্বিতীয় অনুচ্ছেদে

গ. প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে

ঘ. প্রথম ভাগের চতুর্থ অনুচ্ছেদে

১৫. আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কোনটি?

ক. ইংরেজি খ. উর্দু

গ. বাংলা ঘ. হিন্দি

১৬. বাংলা ভাষার মৌখিক রূপের কয়টি রীতি?

ক. ৫টি খ. ৪টি

গ. ৩টি ঘ. ২টি

১৭. আঞ্চলিক ভাষার অপর নাম কী?

ক. প্রমিত ভাষা খ. উপভাষা

গ. চলিত ভাষা ঘ. সাধু ভাষা

১৮. ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কী বলে?

ক. সাধুরীতি খ. প্রমিত ভাষারীতি

গ. চলিতরীতি ঘ. কথ্যরীতি

১৯. কোন ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়?

ক. প্রমিতরীতি খ. সাধুরীতি

গ. চলিতরীতি ঘ. কথ্যরীতি

২০. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?

ক. সর্বজনগ্রাহ্য মার্জিত ও গতিশীল

খ. পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট

গ. তৎসম শব্দের আধিক্য

ঘ. গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর

সঠিক উত্তর

ভাষা: ১১.গ ১২.গ ১৩.ঘ ১৪.গ ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.ক

শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

সূত্র : প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *