বিশ্ব বিদ্যালয় সাজেশন

ষষ্ঠ শ্রেণির নতুন বই – গণিত | জ্যামিতি

বিভিন্ন ধরনের কোণ

প্রিয় শিক্ষার্থী আশা করি, সবাই ভালো আছ। আজ তোমাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কোণের আকৃতি ও তাদের বিবরণ।

৫. সম্পূরক কোণ

দুটি কোণের পরিমাপের যোগফল ১৮০° হলে কোণ দুটির একটি অপরটির সম্পূরক কোণ।

ষষ্ঠ শ্রেণির নতুন বই - গণিত | জ্যামিতি (বিভিন্ন ধরনের কোণঃ ৫-৬)

চিত্রে ∠AOB–এর মান ১৮০°। ∠AOC এবং ∠COB কোণ দুটির পরিমাপের যোগফল ∠AOB–এর পরিমাপের সমান, অর্থাৎ ১৮০°; কেননা ∠AOB একটি সরলকোণ।

৬. বিপ্রতীপ কোণ:

কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে, তাকে ওই কোণের বিপ্রতীপ কোণ বলে।

ষষ্ঠ শ্রেণির নতুন বই - গণিত | জ্যামিতি (বিভিন্ন ধরনের কোণঃ ৫-৬)

চিত্র ∠BOD ও ∠AOC কোণ দুটির একটি অপরটির বিপ্রতীপ কোণ অথবা এরা পরস্পর বিপ্রতীপ কোণ। আবার ∠BOC ও ∠DOA কোণ দুটির একটি অপরটির বিপ্রতীপ কোণ অথবা তারা পরস্পর বিপ্রতীপ কোণ।

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *