বিনোদন সর্বশেষ

অস্কার জিতলো ভারতীয় ছবি ‘আরআরআর’ এর ‘নাটু নাটু’ গান

ইতিহাস গড়ল দক্ষিণ ভারতীয় ‘ট্রিপল আর’ সিনেমার গান ‘নাটু নাটু’। সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয়ের পর এবার সেরা মৌলিক গান বিভাগে অস্কার পুরস্কার পেলো এটি।

চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম জানিয়েছে, ‘নাটু নাটু’ গানের জন্য সংগীত পরিচালক হিসেবে অস্কার পেলেন এমএম কিরাবানি এবং গীতিকার হিসেবে অস্কার পেলেন চন্দ্রবোস। ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম অস্কার আসর। সেখানে সশরীরে উপস্থিত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন তারা।

এসএস রাজামৌলি পরিচালিত পিরিয়ড ফিল্মি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটিতে সুর করেছেন এমএম কিরাভানি। এটি দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম ভারতীয় চলচ্চিত্র, যা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়ে অস্কারও জিতে নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *