সাজেশন

৮ম শ্রেনী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

৩১. কাজী নজরুল ইসলাম তাঁর কুড়ি বছরের সৃষ্টিশীল জীবনে কতটি গান লিখেছেন?

ক. প্রায় দুই হাজারের মতো

খ. প্রায় তিন হাজারের মতো

গ. প্রায় পাঁচ হাজারের মতো

ঘ. প্রায় ছয় হাজারের মতো

৩২. পারস্য থেকে পাওয়া নানা কল্পকািহনি নিয়ে কী রচিত হতো?

ক. গদ্য সািহত্য খ. কবিতা

গ. পুঁথি সাহিত্য ঘ. গল্প

৩৩. সংস্কৃতির ধর্ম কী?

ক. পরিবর্তন খ. অপরিবর্তন

গ. উন্নয়ন ঘ. নতুন কিছু সৃষ্টি

৩৪. আমাদের এই দেশ কী মাটিতে গড়া?

ক. পলি মাটি খ. এঁটেল মাটি

গ. বালি মাটি ঘ. পাহাড়ি মাটি

৩৫. আমােদর দেশে বাংলা গদ্যের সূচনা হয়—

ক. উনিশ শতকে খ. বিশ শতকে

গ. প্রাচীন যুগে ঘ. মধ্যযুগে

৩৬. পুঁথি কোন ধর্মশাস্ত্রের ছিল?

ক. হিন্দু খ. মারমা

গ. বৌদ্ধ ঘ. ত্রিপুরা

৩৭. পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?

ক. নেপালের গ্রন্থাগার থেকে

খ. নেপালের জেলখানা থেকে

গ. চীনের রাজদরবার থেকে

ঘ. নেপালের রাজ দরবার থেকে

৩৮. শ্রী চৈতন্যের বৈষ্ণব ভাবধারার প্রভাবে কীর্তন গান রচনায় জোয়ার আসে কোন আমলে?

ক. সুলতানি আমলে

খ. মোগল আমলে

গ. পাল আমলে

ঘ. সেন আমলে

৩৯. কার লেখা অন্নদামঙ্গলে সেকালের বাংলার সমাজচিত্রের পরিচয় পাওয়া যায়?

ক. ভারতচন্দ্রের খ. ঘনরামের

গ. মুকুন্দরামের ঘ. বিজয় গুপ্তের

৪০. পদ্মাবতী কে রচনা করেন?

ক. দীনবন্ধু মিত্র

খ. আলাওল

গ. মীর মশাররফ হোসেন

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.ঘ ৩২.গ ৩৩.ক ৩৪.ক ৩৫.ক ৩৬.গ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক ৪০.খ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়

সূত্র : প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *