খেলাধুলা

মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন তার স্ত্রী

ফুটবল জাদুকর মেসির ক্যারিয়ারে অনেক অর্জন থাকলে অধরা ছিল বিশ্বকাপ ট্রফি। তাও রোববার (১৮ ডিসেম্বর) ফ্রান্সকে হারিয়ে পেয়ে গেলেন। বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ছুটে গেছেন স্ত্রী আনতেনেলা রোকুজ্জোর কাছে। স্ত্রীর সঙ্গে উদযাপন করেছেন বিশ্বকাপের পাওয়ার মুহূর্ত।

বিশ্বকাপ জয়ে স্বামী মেসির বন্দনায় পঞ্চমুখ রোকুজ্জো ইন্সটাগ্রামে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।

আন্তোনেলা লিখেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন। কিভাবে লিখতে শুরু করব বুঝতে পারছি না। মেসি তোমার জন্য আমরা গর্বিত। কখনও হাল ছাড়তে নেই, ধন্যবাদ এটা শেখানোর জন্য। শেষ পর্যন্ত লড়াই করতে হয়। অবশেষে হলো। তুমি বিশ্ব চ্যাম্পিয়ন। এত বছর ধরে তুমি কী কষ্ট পেয়েছ, সেটা আমি জানি। এটা পাওয়ার জন্য তুমি কী ভীষণ অপেক্ষা করছিলে জানি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

দীর্ঘ কয়েকবছর প্রেমের পর,২০১৭ সালে বিয়ে করেন দু’জনে। ৫ বছর পূর্ণ হতে চলেছে মেসি-আন্তোনেলার বিবাহিত জীবনের। তাদের বর্তমানে তিন সন্তান রয়েছে। থিয়াগো, মাতেও এবং সিরো। তিন সন্তানকেই গতকাল দেখা গেছে স্টেডিয়ামে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *