কাতার বিশ্বকাপের শেষ ষোলোর বাঁধা পেরিয়ে শুক্রবার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
প্রতিবার ইউরোপীয় শক্তির কাছেই হার মেনে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছেসেলেসাওদের। প্রতিবারই ব্রাজিলের মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হয়েছে ইউরোপ।
শেষবার বিশ্বকাপ জয়ের পর ২০টি বছর পার হয়ে গেছে ব্রাজিলের। জাপান-কোরিয়া থেকে শেষবার বিশ্বকাপ জয়ের পর আরও চারটি আসর পার হয়ে গেছে। এই চারটি আসরের মধ্যে তিনবারই বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে, আরেকবার সেমিফাইনাল থেকে।
এবারও ব্রাজিলের সামনে ইউরোপ। কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ ব্রাজিলের মুখোমুখি গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।
এদিকে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে তিতের দল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল।
অপরদিকে জলাতকো দালিচের ক্রোয়েশিয়া ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়। শেষ ষোলোতে জাপানের বিপক্ষে পেনাল্টি শুটআউটে ৩-১ গোলে জিতে শেষ আটে পা রাখে ক্রোয়েটরা।