বিশ্ববিখ্যাত হলিউড অভিনেতা ও কুস্তিগির ডোয়াইন জনসন অভিনীত ছবি ‘ব্ল্যাক অ্যাডাম’ বক্স অফিসে ঝড় তুলেছে। বরাবরের মতো তার এবারের সিনেমাটিও আগেই ব্যাপক আলোচিত হয়েছিল। এটি মুক্তির তৃতীয় সপ্তাহে ৩০০ মিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে।
ডোয়াইন জনসন অভিনীত ডিসি ইউনিভর্সের সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’ ২১ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। মুক্তির শুরুর দিন থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে ব্যাপক আয় করছে সিনেমাটি। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও বক্স অফিসের শীর্ষে রয়েছে ছবিটি। এরই মধ্যে সিনেমাটি বিশ্বজুড়ে ৩০০ মিলিয়ন ডলার আয় করেছে।
এদিকে ‘ব্ল্যাক অ্যাডাম’সিনেমাটির সাফল্য নিয়ে টুইটে ডোয়াইন জনসন লিখেছেন, ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ব্যবসার ভিত মজবুত করেছে। সিনেমাটি টানা তৃতীয় সপ্তাহেও বিশ্বজুড়ে প্রথম স্থানে রয়েছে। সিনেমাটির এই সাফল্যে আমি অনেক আনন্দিত।
ধারনা করা হচ্ছে এই সিনেমার মধ্য দিয়েই ‘ডিসি’ পুনরায় নতুনভাবে ঘুরে দাঁড়াবে