আন্তর্জাতিক

তাইওয়ানে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

তাইওয়ানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী তাইপে কেঁপে উঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। এরপর আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, হুয়ালিয়েন কাউন্টি উপকূলের প্রায় ৩০ কিলোমিটার দূরে দুপুরের পরপরই এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিলোমিটার গভীরে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ এবং এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি

আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের জানান, এই ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে উঠেছিল কারণ এর উৎস ছিল ভূপৃষ্ঠে খুব অগভীর। দেশে এ পর্যন্ত আটটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে আরও অনেক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *