চার বছর আগে ২০১৮ বিশ্বকাপে এশিয়ার কল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলো ২০১৪ সালের চ্যাম্পিয়ন জার্মানি। এবারও কাতার বিশ্বকাপে এশিয়ার আরেক দল জাপানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করলো জার্মানি। জাপানের কাছে ২-১ গোলে হারে জার্মানি
পুরো ম্যাচে দাপট ছিল জার্মানদের। কিন্তু দ্বিতীয়ার্ধে জাপান খেলে দুর্দান্ত। ৭৫ মিনিট থেকে শেষ পর্যন্ত ২ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। ৩২ মিনিটে গুন্ডোগানের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় জার্মানি। ডোনের গোলে সমতা আনতে জাপানকে অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। আর ৮৩ মিনিটে দ্বিতীয় গোল দিয়ে নিশ্চিত করে জয়। যোগ করা সময়ের শেষ মুহুর্তেও সুযোগ পেয়েছিল জাপান। অল্পের জন্য পায়নি গোল। প্রথমার্ধে ১টি আক্রমণ করা জাপান দ্বিতীয়ার্ধে জাপান আক্রমণ করে ১১টি! অন্যদিকে জার্মানি দাপটের সঙ্গে খেললেও ৩ পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয়েছে। জার্মানি ২৫টি শট নেয় মোট, আর জাপান নেয় ১২টি। ম্যাচের ৭১ শতাংশ বল ছিল জার্মানির পায়ে।