মরক্কো ফুটবল দল কাতার থেকে দেশে ফিরেছে মঙ্গলবার। রাজধানী রাবাতে তাদের সংবর্ধনা দিতে হাজির হাজার হাজার মরক্কান। ছাদখোলা বাসে চড়ে শহর ঘুরলেন খেলোয়াড়রা, তাদের সামনে পেছনে পুলিশের প্রহরা। হাজার হাজার জনতার উল্লাসে কানফাটার জোগাড়। আতশবাজিও ফুটলো রাবাতের আকাশে।
যেন বীরেরা ঢুকলো দেশে। হাকিম জিয়েশরা বীরোচিত সংবর্ধনা পেলেন বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে থেমে যায় মরক্কোর বিশ্বকাপ অভিযান। শিরোপা না জিতলেও এই আড়ম্বরপূর্ণ সংবর্ধনা মোটেও বাড়াবাড়ি নয়। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাসে জায়গা করে নিয়েছে ওয়ালিদ রেগরাগুইয়ের দল।
এবারই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে মরক্কো। সেখানেই থামেনি স্বপ্নযাত্রা। অ্যাটলাস লায়ন্সরা প্রথম আফ্রিকান দেশ হিসেবে নাম লেখায় সেমিফাইনালেও।
সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপপর্বে সেই সময় র্যাংকিংয়ে দ্বিতীয়তে থাকা দল বেলজিয়ামকে হারায় মরক্কো। শেষ ষোলোতে টাইব্রেকারে হারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর শিকার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। সেমিতেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে নাড়িয়ে দিয়েছিল দলটি। যদিও শেষ পর্যন্ত হারাতে পারেনি।