খেলাধুলা

শিরোপার চাপে ভেঙে গেল ডিমের লাইকের রেকর্ড

কাতার বিশ্বকাপে কত রেকর্ড লিওনেল মেসি গড়েছেন, তার ইয়ত্তা নেই। এবার সোশ্যাল মিডিয়াতেও তার একটি পোস্ট বিশ্ব রেকর্ড গড়েছে।

দোহায় লুসাইল স্টেডিয়ামে রোববার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জেতে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো আলবিসেলেস্তেরা। তৃতীয় বিশ্বকাপ ঘরে ফিরলো মেসির হাত ধরে। চ্যাম্পিয়ন হওয়ার পর মেসি ইনস্টাগ্রাম পোস্ট দেন, লেখা- ‘বিশ্বের চ্যাম্পিয়ন’। এই পোস্টে দুই দিনে লাইক পড়েছে ৬ কোটি ৭৭ লাখের বেশি।

ইন্সটাগ্রামে এতদিন এই রেকর্ডটি ছিল একটি ডিমের স্টক ইমেজের। চার বছর আগের ওই রেকর্ডে ডিমের ছবির পোস্টে লাইক পড়েছিল ৫৫.৭ মিলিয়ন। অর্থাৎ ৫ কোটি ৫৭ লাখ। আর মেসির পোস্টে লাইক পড়েছে রয়টার্সের প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যযন্ত ৬৫ মিলিয়ন তথা ৬ কোটি ৫০ লাখ

উল্লেখ্য, ডিমের ছবিটি ২০১৯ সালের ৪ জানুয়ারি ইনস্টাগ্রামে আপলোড দেওয়া হয়। তখন ছবির ক্যাপশনে লেখা হয়, “আসুন আমরা একসঙ্গে একটি বিশ্ব রেকর্ড গড়ি, ইনস্টাগ্রামে সর্বাধিক লাইক করা একটি পোস্ট তৈরি করি।” এরপরই ছবিটিই কাইলি জেনারের ১৮ মিলিয়ন লাইকের ইনস্টাগ্রাম পোস্টকে হারিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *