ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, দাবি ট্রাম্পের

July 19, 2025
By Sub Editor

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

 
ট্রাম্প বলেন, ‘বাস্তবে যুদ্ধবিমানে গুলি চালানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা-তবে আমার মনে হয় পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল।’ যদিও তিনি স্পষ্ট করে বলেননি, কোন দেশের যুদ্ধবিমানগুলো ভূপাতিত হয়েছে।
 
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ভারত ৭ মে অপারেশন সিন্দুর নাম দিয়ে পাকিস্তানে হামলা করে। পরে উভয় দেশের মধ্যে শুরু হয় বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা। চার দিন পাল্টাপাল্টি হামলার পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
পাকিস্তানের দাবি, তারা সংঘাতে রাফালসহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতও তাদের যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে। তবে সংখ্যা জানায়নি তারা। গত ৩১ মে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এক সাক্ষাৎকারে বলেন, ‘কেন যুদ্ধবিমানগুলো ভূপাতিত হলো, সেখানে কী ভুল ছিল - এগুলো গুরুত্বপূর্ণ। সংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ নয়।’
 
তিনি আরও বলেন, ‘ভালো দিক হলো, আমরা যে কৌশলগত ভুলটি করেছি তা বুঝতে পেরেছি এবং সংশোধন করে দুইদিন পর আবার তা বাস্তবায়ন করতে পেরেছি। আমরা আবারও সব যুদ্ধবিমান উড়িয়েছি। বিমানগুলো দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পেরেছে।’
 
তবে ভারত আরও দাবি করেছে, তারা পাকিস্তানের ‘কয়েকটি বিমান’ ভূপাতিত করেছে। যদিও ইসলামাবাদ কোনো বিমানের ক্ষতির কথা অস্বীকার করেছে। তারা বিমান ঘাঁটিতে ভারতের হামলার ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে।
 
ট্রাম্প একাধিকার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমরা অনেক যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধও আমরা থামিয়েছি। তারা দুই পারমাণবিক শক্তিধর দেশ, যাদের মধ্যে সংঘাত বাড়ছিল। আমরা বলেছি, যুদ্ধ চালালে কোনো বাণিজ্যচুক্তি হবে না।’
 
তবে ট্রাম্পের এই বক্তব্য নাকচ করেছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, সংঘাতের অবসান হয়েছে পুরোপুরি দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে।
 
সূত্র: রয়টার্স
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP