ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বর্বর সামরিক আগ্রাসনের’ নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
ইস্তাম্বুলে ওআইসি শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে আব্বাস আরাঘচি বলেছেন, ‘এটি (মার্কিন হামলা) জাতিসংঘের সনদের মৌলিক নীতি এবং আন্তর্জাতিক আইনের একটি জঘন্য, গুরুতর লঙ্ঘন।’
মার্কিন হামলার পর এখনো কূটনীতির অবকাশ আছে কি না জানতে চাইলে আরাঘচি বলেন, ‘এখনই নয়’।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘কূটনীতির দরজা সর্বদা খোলা থাকা উচিত, কিন্তু এখনই তা নয়। আমার দেশ আক্রমণের শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে এবং আমাদের আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে প্রতিক্রিয়া জানাতে হবে।’
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের ক্ষমার অযোগ্য লঙ্ঘন’ বলেও মন্তব্য করেন তিনি।
আব্বাস আরাঘচি বলেছেন, ‘যুদ্ধবাজ এবং আইনহীন’ মার্কিন প্রশাসন তার ‘আগ্রাসনের বিপজ্জনক পরিণতির জন্য’ সম্পূর্ণরূপে দায়ী থাকবে।
মার্কিন হামলার ফলে ট্রাম্প কেবল ইরানের সাথেই নয়, বরং তার নিজস্ব সমর্থকদের সাথেও বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া মার্কিন হামলার পর ইরানের আলোচনায় ফিরে আসার জন্য কী কী শর্ত থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, ইরানকে কূটনীতিতে ফিরে যেতে বলা এখন ‘অপ্রাসঙ্গিক’।