আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হতে পারে : ট্রাম্প

July 05, 2025
By Sub Editor

আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি বাস্তবায়নে অবিলম্বে অলোচনায় বসতে রাজি, হামাসের এমন বক্তব্যের পর এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে একজন সাংবাদিক ট্রাম্পকে জানান, সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে।

 
জবাবে ট্রাম্প বলেন, আচ্ছা, এটা অনেক ভালো। আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি হতে পারে।
 
তবে হামসের সবশেষ প্রতিক্রিয়া বিষয়ে তাকে এখনো আনুষ্ঠানিক জানানো হয়নি বলে ট্রাম্প সাংবাদিকদের জানান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক জবাব দিয়েছে হামাস। শুক্রবার টেলিগ্রাম পোস্টে গোষ্ঠীটি জানায়, আলোচনায় অংশ নিতে রাজি তারা।
 
ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, ১০ জন জীবিত ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে ফিরিয়ে দেয়া হবে ১৮টি মরদেহ এবং কিছু ফিলিস্তিনি বন্দি। প্রস্তাবিত ৬০ দিনের অস্ত্রবিরতিতে ধাপে ধাপে ফিরবে খাদ্য, ত্রাণ ও চিকিৎসাসেবা। তবে হামাস চাইছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা।
 
ইসরাইলি সংবাদমাধ্যমগুলো বলছে, হামাসের দেয়া প্রস্তাবটি পর্যালোচনা করছে তেল আবিব।
গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে ৬০ দিনের একটি চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেন। একইসঙ্গে তিনি বলেন, ইসরাইল এরইমধ্যে যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে। এই সময়ে যুদ্ধের স্থায়ী সমাধানের প্রচেষ্টা চলবে।
Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP