কয়েক বছর ধরেই স্পেনে বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন ফুটবলাররা। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে বেশ আতঙ্কেই থাকতে হয় কিছু খেলোয়াড়দের। যার প্রতিবাদে সবচেয়ে বেশি সরব ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। এবার তাদের মাঠেই বর্ণবাদী আচরণের শিকার হয়েছে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল।
শনিবার (২৬ অক্টোবর) রাতে লা লিগার হাইভোল্টেজ ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলের পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ামাল।
এরপর গোল উদযাপনের সময় একেবারে সামনের সারিতে থাকা একজন ভক্তের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হন ইয়ামাল। সেই ঘটনার ছবি ও ভিডিও এরমধ্যেই সংগ্রহ করেছে লা লিগা কমিটি এবং অ্যান্টি-ভায়োলেন্স কমিশন।
ইয়ামালকে ‘ফাকিং ব্ল্যাক’, ‘ফাকিং মুর’ এবং ‘ট্রাফিক লাইটে গিয়ে রুমাল বিক্রি কর’ এমন কিছু বাক্য ব্যবহার করেন সেই ব্যক্তি; যা সামাজিক মাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওগুলোতে স্পষ্টভাবে শোনা গেছে।