কলেজ বার্তা বিদ্যালয় বার্তা

১৮ শিক্ষক-কর্মচারীকে প্রয়োজনীয় কাগজ নিয়ে উপস্থিত হতে নির্দেশ মাউশির

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের এমপিও সংক্রান্ত সভা আগামীকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যা ব্যুরোর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় ১৮ শিক্ষক-কর্মকর্তাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রভাষক/প্রধান শিক্ষক/সহকারী শিক্ষক/শিক্ষিকা/ল্যাব সহকারী এর এমপিওভুক্তি/বকেয়া প্রদান/এমপিও বন্ধকরন/ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাঁদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য আগামী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) অনুষ্ঠিত হবে।’’

শুনানিতে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সকল কাগজপত্রাদিসহ) অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *