বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপকে বিশ্বাস করা যায় না : ইলন মাস্ক

আপনার সব কথাই শুনছে হোয়াটসঅ্যাপ। প্রেমিকা, মা-বাবা, বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনার যা কথোপকথন হচ্ছে, তার সবই শুনতে পাচ্ছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এমনই অভিযোগ করেছে টুইটারের এক ইঞ্জিনিয়ার।

এমনকি টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্কও তার ইঞ্জিনিয়ারের অভিযোগকে উদ্ধৃত করে বলছেন, হোয়াটসঅ্যাপ বিশ্বাস করা যায় না। হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ নিয়ে ওই ইঞ্জিনিয়ারের টুইটটি ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।

ওই টুইটে তিনি দাবি করেছেন, তিনি যখন রাতে ঘুমান সেই সময় তার পিক্সেল ফোনের ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করে হোয়াটসঅ্যাপ। তিনি বলেন, আমি যখন ঘুমাচ্ছিলাম, তখন হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে মাইক্রোফোন ব্যবহার করছিল। সকাল ৬টায় আমি যখন ঘুম থেকে উঠলাম, তখনও এই কাজ চালিয়ে যাচ্ছিল মেসেজিং প্ল্যাটফর্মটি। কী হচ্ছেটা কী এসব?

এই টুইট ভাইরাল হতেই হোয়াটসঅ্যাপ বিষয়টিকে আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেছে। তবে তার জন্য অ্যান্ড্রয়েডকে সম্পূর্ণ ভাবে দায়ী করেছে তারা। হোয়াটসঅ্যাপ বলছে, এটি অ্যান্ড্রয়েডের সমস্যা। হোয়াটসঅ্যাপের সব মেসেজ এবং কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *