বিজ্ঞান ও প্রযুক্তি সর্বশেষ

সেহেরীর পর ফোন চার্জে দিয়ে ঘুম, বিপদ থেকে সতর্ক হোন এখনই

সারাদিন ফোনে যাবতীয় কাজকর্ম সেরে অনেকেই সেহেরীর পর ফোন চার্জে দিয়ে ঘুমাতে যান।  এই কাজটি ভুলেও করবেন না। এটি ফোনের অনেক বড় ক্ষতির কারণ হতে পারে।

পাশাপাশি ফোন চার্জে বসিয়ে তা ব্যবহার করা যেমন- কথা বলা, মেসেজ করা, ইন্টারনেট চালানো, ভিডিও দেখা, গেম খেলা- এইসবই ফোনের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এছাড়াও ফোনে চার্জ একদম কমে যাওয়ার পরেও নাগাড়ে তা ব্যবহার করে যাওয়া যেমন ফোনের পক্ষে খারাপ তেমনই ফোনে অত্যধিক পরিমাণে চার্জ দেওয়াও ভালো নয়।

অনেকেরই অভ্যাস থাকে প্রায় সারাক্ষণই ফোন চার্জে বসিয়ে রাখা। ফোনে অতিরিক্ত চার্জ হওয়ায় ব্যাটারি দ্রুত খারাপ হওয়ার অন্যতম কারণ। তাই অভ্যাস থাকলে তা অবিলম্বে ত্যাগ করুন। ফোনে ২০ শতাংশের কম চার্জ থাকা যেমন ঠিক নয়। তেমনই ১০০ শতাংশ চার্জ থাকারও প্রয়োজন নেই। ৮০ থেকে ৯০ শতাংশ চার্জ দিলেই হবে। বরং ফোনে ফুল চার্জ থাকলে তা ব্যাটারির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। অতএব সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন।

সারারাত ফোন চার্জে বসিয়ে রাখলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন-

>> প্রথমত ফোনে অতিরিক্ত চার্জ দেওয়ার ফলে ডিভাইস গরম হয়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়ে ব্যাটারি। ফোনের ব্যাটারি ফুলে যেতে পারে। খারাপ হওয়ার সম্ভাবনা তো থাকেই। এমনকি অতিরিক্ত গরম হওয়ার কারণে ফোনে বিস্ফোরণ পর্যন্ত হতে পারে।

>> সারারাত ফোন চার্জে বসিয়ে রাখা মানে ফোনের ব্যাটারিতে প্রয়োজনের অতিরিক্ত চার্জ সঞ্চিত হয়। এর ফলে ব্যাটারির মেয়াদ কমতে পারে। দ্রুত নষ্ট হতে পারে আপনার ফোন। তাই সারারাত কোনোভাবেই ফোন চার্জে বসিয়ে রাখা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *