খেলাধুলা সর্বশেষ

সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতলো ম্যানসিটি

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। আর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশ ক্লাব সেভিয়া। এই দুই দল মুখোমুখি হয়েছিল উয়েফা সুপার কাপে শিরোপার লড়াইয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটিতে শুরুতে সেভিয়া এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে আসে সিটি। এরপর শিরোপা নিষ্পত্তি করতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে পেনাল্টি শুট-আউটের রোমাঞ্চে উয়েফা সুপার কাপের নতুন চ্যাম্পিয়ন সিটিজেনরা।

বুধবার (১৬ আগস্ট) রাতে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে সেভিয়াকে এগিয়ে দেন ইউসেফ এন নেসিরি। এরপর দ্বিতীয়ার্ধে সিটিকে সমতা ফেরান কোল পালমার। এতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। এরপর উয়েফার নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৩০ মিনিটের পরিবর্তে সরাসরি খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে সুপার কাপ জয়ের উল্লাসে মাতে পেপ গার্দিওলার দল।

 

গত মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ‘ট্রেবল’ জিতেছিল ম্যানসিটি। এবার মৌসুমের শুরুতেই সুপার কাপের ট্রফি জিতে বছরে চতুর্থ শিরোপা জিতল তারা। আর ইউরোপ সেরার স্বীকৃতিস্বরূপ প্রথমবার সুপার কাপে খেলতে এসেই নতুন ট্রফির স্বাদ পেয়ে গেল ইংল্যান্ডের ক্লাবটি। এছাড়া সেভিয়ার বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ডও ধরে রাখল তারা। এর আগে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়া ৪ ম্যাচেই স্প্যানিশ ক্লাবটিকে হারিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সিটিকে সুপার কাপ জিতিয়ে অনন্য রেকর্ড গড়েছেন গার্দিওলা।

 

রোমাঞ্চকর এ জয়ে সিটিজেনদের কোচ হিসেবে সম্ভাব্য সব শিরোপাই জিতে ফেলেছেন গার্দিওলা। এতে রিয়াল বস কার্লো আনচেলত্তির গড়া রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। আনচেলত্তির পর দ্বিতীয় কোচ হিসেবে চার বার উয়েফা সুপার কাপ জিতলেন গার্দিওলা। তবে আরেকটি জায়গা অনন্য কীর্তি গড়লেন ৫২ বছর বয়সী এ স্প্যানিশ। প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ক্লাবকে তিনি এই ট্রফির স্বাদ পাইয়ে দিলেন। সিটির আগে বায়ার্ন মিউনিখ (২০১৩) ও বার্সেলোনাকে (২০০৯ ও ২০১১) এই শিরোপা জিতিয়েছিলেন এই মাস্টার মাইন্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *