বিজ্ঞান ও প্রযুক্তি সর্বশেষ

যেসব মোবাইলে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, দেখে নিন নিজের মডেল

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিশ্বের কয়েকশো কোটি মানুষ। প্রতি মিনিটে কয়েক কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। বিশ্বের প্রায় সব দেশেই আছে এই অ্যাপের অ্যাক্সেস। শুধু চ্যাট নয়, জরুরি, ছবি, ভিডিও, বড় ফাইল শেয়ারের জন্যও হোয়াটসঅ্যাপ খুবই ভালো মাধ্যম।

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা আয়ও করতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিলো। অসংখ্য ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা। কিছুদিন পর পরই আপডেট দেয় হোয়াটসঅ্যাপ। উদ্দেশ্য ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখা। সঙ্গে বেশ কিছু নতুন ফিচার দেওয়া হয়।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ২৪ অক্টোবরের পর থেকে কেবল অ্যান্ড্রয়েড ৫.০ বা নতুন ভার্সন থাকা ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবে ৷ আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে আইওএস ১২ বা তার বেশি ভার্সন থাকা ফোনে কাজ করবে হোয়াটসঅ্যাপ ৷ শুধু হোয়াটসঅ্যাপ নয়, পুরনো অপারেটিং সিস্টেম আরও একাধিক অ্যাপ সাপোর্ট করবে না।

দেখে নিন কোন ফোনগুলোতে ২৪ অক্টোবরের পর আর হোয়াটসঅ্যাপ চলবে না- স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১, অ্যাকর আইকনিক ট্যাব এ৫০০৩, স্যামসাং গ্যালাক্সি এস, এইচটিসি ডিজাইয়ার এইচডি, এলজি অপটিমাস ২এক্স, সনি এক্সপেরিয়া আর্ক৩, স্যামসাং গ্যালাক্সি নোট ২, এইচটিসি ওয়ান, সনি এক্সপেরিয়া জেড, এলজি অপটিমাস জি প্রো, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি, এইচটিসি সেনসেশন, মটোরোলা ড্রয়েড রেজার, সনি এক্সপেরিয়া এস২, মটোরোলা জুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *