আন্তর্জাতিক

ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রার রেকর্ড

বাংলাদেশের মতো ভারতেও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। ভারতের বেশির ভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। মঙ্গলবার দেশটির অধিকাংশ স্থানে তাপমাত্রা ৪০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে। খবর এনডিটিভির।

উত্তরপ্রদেশের হামিরপুর এবং প্রয়াগরাজে তাপমাত্রা ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সাফদরজং অবজারভেটরি সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি।

পুসা এবং পিতমপুরা অঞ্চলের মানুষ তীব্র তাপপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত রেকর্ড হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মেঘলা আবহাওয়া এবং হালকা বৃষ্টি বুধবার বিভিন্ন স্থানে তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি দিতে পারে।

আইএমডি জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলে মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম সমভূমিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *