খেলাধুলা

ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতির দ্বায়িত্ব ফিরে পেলেন রদ্রিগেজ

নতুন বছরের শুরুতেই আদালতের নির্দেশে আবার সিবিএফের সভাপতি পদ ফিরে পেয়েছেন রদ্রিগেস। আর তাতেই সেই আশঙ্কার দুর হয়েছে। গতকাল ফিফার লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক এমিলিও গার্সিয়া এই তথ্য জানিয়েছেন। ব্রাজিলের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে রদ্রিগেসের পুর্নবহালে ফিফা খুশি বলেও জানান গার্সিয়া। তাঁর ভাষায়, ‘ব্রাজিলিয়ান ফুটবলের অবাধ ও গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রেক্ষিতে এদনালদোকে সভাপতি পদে পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে স্বস্তি পেয়েছি আমরা। ব্রাজিল ফুটবল তাদের সভাপতি নির্বাচন করেছে-এই স্বাভাবিক পরিবেশে ফিরতে পেরে আমরা খুশি। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার বড় ঝুঁকিতে ছিল ব্রাজিলিয়ান ফুটবল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে সে শঙ্কা দূর হয়েছে।’

নতুন কোচ নিয়োগ নিয়েও অনিশ্চয়তা দূর হয়েছে। দায়িত্ব ফিরে পাওয়ার পরপরই এদনালদো রদ্রিগেস ছাঁটাই করেন থিয়াগো সিলভা-নেইমারদের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনেজকে। নতুন কোচও চূড়ান্ত হয়ে গেছে বলে ব্রাজিলিয়ান পত্রপত্রিকার খবর। সাও পাওলোর সাবেক কোচ দোরিভাল জুনিয়রকেই কোচ হিসেবে চূড়ান্ত করেছে সিবিএফ। এখন বাকি শুধু আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা। বোঝাই যাচ্ছে, দায়িত্ব ফিরে পেয়ে বেশ তৎপর রদ্রিগেস। বললেনও, ‘এখন থেকে ব্রাজিলের ফুটবল উন্নয়নে মনোনিবেশ করতে চাই। আমি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচিত হয়েছিলাম। যখন বোর্ডের স্বায়ত্তশাসন পুনরুদ্ধার হয়, সেটা ব্রাজিলের ফুটবলেরই জয়। এখন আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দল ও ব্রাজিলের ক্লাবের খেলতে বাধা নেই কোনো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *