বিদেশ শিক্ষা স্কলারশিপ

বেলজিয়ামের কে ইউ লিউভেন বিশ্ববিদ্যালয়ে বিশেষ স্কলারশীপ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের জন্য আবেদনের আহ্বান করেছে বেলজিয়ামের কে ইউ লিউভেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান অনুষদে স্নাতকোত্তর প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহী এবং প্রতিভাবান শিক্ষার্থীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩।

যোগ্যতাসমূহ
• নতুন এবং আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। (TOEFL (ন্যূনতম স্কোর 94 ইন্টারনেট-ভিত্তিক কমপক্ষে রিডিং এ১৯, লিস্টেনিং-এ ১৮, স্পিকিং-এ ১৯  এবং রাইটিং-এ ২১) বা IELTS (সর্বনিম্ন স্কোর 7 অন্তত। রিডিং ৬.৫, লিস্টেনিং ৬, স্পিকিং ৬  এবং রাইটিং ৬)।
• আবেদনকারীকে প্রোগ্রামের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে ইচ্ছুক হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আনলাইনে আবেদন করতে হবে। স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আর আবেদন করতে ক্লিক করুন এখানে

সুযোগ-সুবিধা
• নির্বাচিত শিক্ষার্থীদের ১ বছরের জন্য ১০০০০ ইউরো পর্যন্ত করবে।
• স্কলারশিপটি ১ বছরের জন্য টিউশন ফি, বীমা এবং একটি মৌলিক স্বাস্থ্য বীমা কভারেজ কভার করবে।
• শিক্ষার্থীর ভালো ফলাফলের উপর নির্ভর করে দ্বিতীয় বছরের জন্য শর্ত সাপেক্ষে স্কলারশিপটি অব্যাহত থাকবে।

আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৫, ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *