বিদেশ শিক্ষা সর্বশেষ স্কলারশিপ

উচ্চশিক্ষার জন্য বেছে নিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, পাবেন বৃত্তিও

উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য যুক্তরাজ্য। প্রতিবছর বাংলাদেশে থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে পাড়ি জমান।

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের নানা বিষয়ে পড়ার সুযোগ আছে, রয়েছে নানা ধরনের বৃত্তি।

দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব শিক্ষাবৃত্তি রয়েছে। তেমনই একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন স্কলারশিপ

এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা মাস্টার্স এবং পিএইচডির বিভিন্ন বিষয়ে বিনা খরচে পড়াশোনার পাশাপাশি অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা

পড়াশোনায় সম্পূর্ণ টিউশন ফি মিলবে এ বৃত্তিতে

আবাসন সুবিধা

খণ্ডকালীন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের একাডেমিক কোর্স ফি প্রদান করা হবে

এসবের পাশাপাশি ১৭ হাজার ৬৬৮ পাউন্ড মিলবে এ বৃত্তি পেলে।

আরও পড়ুন: বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ

আবেদনের যোগ্যতা

আবেদনকারীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

একাডেমিক ফলাফল ভালো হতে হবে

যেকোনো বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম অথবা পার্টটাইম পিএইচডি এবং মাস্টার্সের যেকোনো কোর্সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আবেদনকারীকে আলাদাভাবে কোনো ধরনের আবেদনপত্র জমা দিতে হবে না। শিক্ষার্থীরা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি এবং মাস্টার্সের জন্য আবেদন করলেই এ স্কলারশিপের প্রার্থী হতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপ অফার গ্রহণ না করেন, ভবিষ্যতে অক্সফোর্ডে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না

স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানতে এবং আবেদন প্রক্রিয়া সঠিক ভাবে করতে ক্লিক করুন এখানে

এছাড়াও বাইরের দেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন পেতে ভিজিট করুন লিডবার্গ এডুকেশন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *