খেলাধুলা

বিসিবির এইচপি খেলবে ইমার্জিং এশিয়া কাপ-এশিয়ান গেমস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রামস হিসেবে কাজ শুরু করেছেন ডেভিড মুর। বিসিবির এই অস্ট্রেলিয়ান কোচ শুরুতে হাইপারফরম্যান্স (এইচপি) দলের কর্মসূচি বা প্রোগ্রাম তৈরির চেষ্টা করছেন। প্রশাসনিক কাজের সঙ্গে মুরের কোচিং অভিজ্ঞতাও কম নয়। যদিও তাঁকে এইচপির প্রধান কোচ করার চিন্তা নেই বিসিবির।

এইচপির জন্য আলাদা কোচই খুঁজছে বিসিবি। এরই মধ্যে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সকে এইচপির প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সিডন্স অবশ্য এখনো এ ব্যাপারে কিছু জানাননি। বিষয়টি নিয়ে এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় আজকের পত্রিকাকে বললেন, ‘মুর শুধুই প্রোগ্রামিং করবে। আমরা এখানে আলাদা কোচ নেব। জেমি আমাদের অন্যতম পছন্দ।’

নাঈমুর জানালেন, তাঁরা চাইছেন এখন থেকে লম্বা মেয়াদে এইচপির প্রোগ্রাম করতে। এইচপিতে যদিও লম্বা সময় ধরে বিদেশি কোচরা কমই কাজ করতে চান।এ বাস্তবতা মেনেই নাঈমুর বলছেন, ‘হেড কোচ আর সব কোচিং স্টাফ যখন পেয়ে যাব, লম্বা মেয়াদে পরিকল্পনা করব। যাদের যখন খেলা থাকবে না, তারাও যেন এসে কাজ করতে পারে। আমাদের যারা কোচিং স্টাফ থাকবে, তারা সব সময় খেলোয়াড়দের পর্যবেক্ষণে রাখবে।’

ঘরোয়া ক্রিকেটে মৌসুম শেষেই সাধারণত শুরু হয় এইচপির কার্যক্রম। এবারও এইচপির কার্যক্রম শুরু হবে মার্চ-এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ শেষে। গত দুই-তিন বছর করোনায় একাধিক আন্তর্জাতিক সিরিজ স্থগিত হওয়ায় এ বছর এইচপির ব্যস্ততা অনেক। মে থেকে অক্টোবর—এই ছয় মাসে অন্তত চারটি টুর্নামেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ তাদের। জুনে আয়ারল্যান্ড সফর, এরপরই ইমার্জিং টিমস এশিয়া কাপ। সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান গেমসের পরই শ্রীলঙ্কা সফর। এশিয়ান গেমস আর ইমার্জিং এশিয়া কাপের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের সূচির কিছুটা সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *