খেলাধুলা সর্বশেষ

ওটামেন্ডির একমাত্র গোলে ব্রাজিলকে হারালে আর্জেন্টিনা

ম্যাচের শুরুতেই দুই দলের সমর্থকরা এক দফা উত্তাপ ছড়ালো। গ্যালারিতে তাদের হাতাহাতিতে ম্যাচে বন্ধ রইলো মিনিট ত্রিশেক। এরপর খেলা শুরু হলেও মাঠের লড়াইয়ে দেখা গেল গ্যালারির ছাপ। সব ছাপিয়ে সুপার ক্লাসিকোতে জয়টা হলো আর্জেন্টিনার। বুধবার (২২ নভেম্বর) সকালে ব্রাজিলের মারাকানায় অনুষ্ঠিত ম্যাচে নিকোলাস ওতামেন্ডির গোলে ১-০ ব্যবধান জিতেছে আর্জেন্টিনা।

দুই দলের সমর্থকদের কারণে ম্যাচ হওয়া নিয়েই দেখা দিয়েছিল শঙ্কা।আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দল নিয়ে হাঁটা ধরলেন ড্রেসিংরুমের পথে। শেষমেশ সকল জল্পনার অবসান ঘটিয়ে ৩০ মিনিট পর মাঠে নামে দুই দল। মাঠেও দেখা গেল উত্তাপের রেশ। ম্যাচের অষ্টম মিনিটের মাথায় ডি পলকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের জেসুস।

এরপরই ম্যাচের প্রথম সুযোগটি পায় আর্জেন্টিনা।তবে নবম মিনিটে মেসির ফ্রি-কিকে পা ছোঁয়াতে ব্যর্থ হন ম্যাক আলিস্টার। চর্তুদশ মিনিটে আবার হলুদ কার্ড দেখেন ব্রাজিলের রাফিনহা। তাতে দুই দলের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তাপ। প্রথম ১৮ মিনিটে এদিন ব্রাজিল ফাউল করে ৮টি। মাত্র ২৫ মিনিটেই মারাকানা পরিণত হয় রেসলিংয়ের মঞ্চে।

৩৩ মিনিটে ভালো একটি সু্যোগ পেয়েছিল ব্রাজিল। অ্যালিসন বেকারের ট্রেডমার্ক পাস থেকে বল পেয়ে এগিয়ে যান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। দারুণভাবে নাহুয়েল মলিনা এবং ডি পলকে ড্রিবল করলেও বক্সের কাছাকাছি গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। ৩৭ মিনিটে রাফিনিয়ার শট কর্নারের বিনিময়ে ঠেকান এমিলিয়ানো মার্টিনেজ।

প্রথমার্ধের শেষ দিকে গিয়ে আর্জেন্টিনা বক্সের কাছাকাছি জায়গায় একের পর এক আক্রমণ করে যান রদ্রিগো-জেসুসরা। তবে গোলের দেখা পাননি।প্রথমার্ধে সব মিলিয়ে ২২টি ফাউল করেছে দুই দল। যেখানে ব্রাজিলের ১৬টি ফাউলের বিপরীতে আর্জেন্টিনার ফাউল ছিল ৬টি। ব্রাজিল পেয়েছে দুই হলুদ কার্ড।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে এগিয়েই যাচ্ছিলো ব্রাজিল।তবে মার্তিনেল্লির প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মার্টিনেজ। খেলার ধারার বিপরীতে ম্যাচের ৬৩ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে লো সেলসোর উড়ে আসা বলে হেডে আলিসন বেকারকে পরাস্ত করেন নিকোলাস ওতামেন্ডি। ৭৮ মিনিটে মেসিকে তুলে নিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়াকে নামায় আর্জেন্টিনা।

ম্যাচে যে শারিরীক ভাষায় আক্রমণের শুরু হয়েছিল, তা থামলো না শেষের দিকেও। ৮১ মিনিটে ব্রাজিলের বিপদ আরও বাড়ে জেয়েলিংটন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। তাতে ১০ জনের ব্রাজিল শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।এ নিয়ে বাছাই পর্বে টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল।

এই জয়ে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে আবারও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করলো আর্জেন্টিনা। ৭ ম্যাচে ৬ জয় ১ হারে তাদের পয়েন্ট ১৮। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে উরুগুয়ে। ৬ ম্যাচে ২ জয় ৩ হার ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে আছে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *