সর্বশেষ স্কলারশিপ

ফেলোশিপের মাধ্যমে জার্মানীতে গবেষনার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে জার্মানিতে পোস্ট ডক্টরাল ডিগ্রি এবং অভিজ্ঞ গবেষকদের গবেষণা কাজ পরিচালনার সুযোগ দিচ্ছে হামবোল্ট রিসার্চ ফেলোশিপ। এই ফেলোশিপের মাধ্যমে আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন সারা বিশ্ব থেকে উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষকদের খরচ বহন করে থাকে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৪।

হামবোল্ট রিসার্চ ফেলোশিপ আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন দ্বারা অর্থায়িত হয়ে থাকে। সারা বিশ্ব থেকে পোস্টডক্টরাল ডিগ্রি গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের এবং উচ্চ যোগ্যতা সম্পন্ন গবেষকদের স্পন্সর করে থাকে এ ফেলোশিপ।

সুযোগ-সুবিধা  
* গবেষণা স্পন্সরশীপ থেকে পোস্টডক্টরাল ডিগ্রি অর্জনের সুবিধা।
*  বিনামূল্যে গবেষণা পরিচালনার সুযোগ।
* পোস্টডক্টরাল ডিগ্রির জন্য প্রতি মাসে €২৬৭০ ডলার (বাংলাদেশি টাকায় ৩ লাখ ১১ হাজার ৮১৪ টাকা) প্রদান করবে।
* গবেষণা কাজ পরিচালনার জন্য প্রতি মাসে €3,170 ডলার (বাংলাদেশি টাকায় ৩ লাখ ৭০ হাজার ২০৬ টাকা) প্রদান করবে।
* ব্যক্তিগত সমর্থন।
* শিশুদের এবং বৈবাহিক অংশীদারদের জন্য পারিবারিক সুবিধা, ব্যক্তিগত পূর্ণ স্বাস্থ্য বীমার জন্য ভর্তুকি এবং ভ্রমণ খরচের জন্য ভাতাসহ আরও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রয়োজনীয় নথিপত্র 
নিম্নলিখিত নথিগুলি অনলাইনে আপলোড করার পরেই আপনি আপনার আবেদন জমা দিতে পারবেন।
* জীবনবৃত্তান্ত (দুই পৃষ্ঠা সর্বাধিক)
* গবেষণার রূপরেখা (পাঁচ পৃষ্ঠা সর্বাধিক)
* আপনার প্রকাশনার সম্পূর্ণ তালিকা
* নির্বাচিত মূল প্রকাশনার তালিকা
* মূল প্রকাশনা
* ডক্টরেট ডিগ্রির সনদপত্র

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে লিডবার্গ এডুকেশন।এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানতে ও আবেদন প্রক্রিয়া নির্ভুল ভাবে সম্পন্ন করত মেসেজ দিন এখানে

এছাড়া দেশ বিদেশের বিভিন্ন স্কলারশিপের ব্যাপারে জানতে ও ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন পেতে ভিজিট করুন এই ওয়েবসাইটে লিডবার্গ এডুকেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *