খেলাধুলা সর্বশেষ

চুরি হলো ওয়ার্নারের ব্যাগি গ্রিন ক্যাপ, ফিরে পাওয়ার আকুতি সোশ্যাল মিডিয়ায়

সিডনিতে শেষ টেস্ট খেলার আগে বিপদেই পড়েছেন ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগে হারিয়ে ফেলেছেন নিজের ব্যাগি গ্রিন ক্যাপ! সেটা ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় এই টেস্ট দিয়েই ১২ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন ওয়ার্নার। তাও আবার নিজের হোম গ্রাউন্ড থেকে। কিন্তু ঐতিহাসিক মুহূর্তে ঐতিহাসিক ব্যাগি গ্রিনটা না পেয়ে ভীষণ বিচলিত তিনি। যেটা ফ্লাইটে করে মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে খোয়া গেছে। উপায় না দেখে সেটা ফিরে পেতে ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন অজি ওপেনার। সেখানেই আবেদন জানিয়ে লিখেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। ব্যাকপ্যাকে আমারা ব্যাগি গ্রিনটা ছিল। কিন্তু কয়েক দিন আগে মেলবোর্ন বিমানবন্দর থেকে সেটা সিডনিতে পাঠানোর পথে আমার লাগেজ থেকে নিয়ে নেওয়া হয়েছে।’

প্রতিটি ক্রিকেটারের কাছে এই ব্যাগি গ্রিনের আলাদা গুরুত্ব আছে। যার সঙ্গে জড়িয়ে ক্যারিয়ার শুরুর আবেগ! ওয়ার্নারের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। তিনি পোস্টে সেই কথা উল্লেখ করে বলেছেন, ‘এটার সঙ্গে আমার আবেগ জড়িয়ে। ফলে এটা আমি ফিরে পেতে চাই, আমার হাতে।’

ক্যাপটা ফিরে পেতে ‘চোরের’ যাতে কোনও ক্ষতি না হয় সেই প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বলেছেন, ‘যিনি নিয়েছেন, তার যদি ব্যাকপ্যাকটাই প্রয়োজন হয়, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনাকে কোনও বিপদে ফেলা হবে না। শুধু ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা আমার কাছে এসে সেটা দিয়ে গেলেই হবে। আমার ব্যাগি গ্রিনটা ফেরত দিলে ব্যাকপ্যাকটা খুশি হয়েই আপনাকে দিয়ে দেবো।’

ঐতিহ্যগতভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা অভিষেকের আগে সকালে সাবেক ক্রিকেটারের কাছ থেকে ব্যাগি গ্রিনটা পেয়ে থাকেন। সময়ের পরিক্রমায় ক্যাপটা মলিন হয়ে গেলেও ক্যারিয়ার চলমান থাকা অবস্থায় তারা সেটা গর্বের সঙ্গে পরেই মাঠে নামেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *