বিনোদন

ফারিয়া-শুভকে ছাড়াই শুরু ‘ফুটবল ৭১’র শুটিং

‘দেবী’র পর দ্বিতীয় ছবি ‘ফুটবল ৭১’ নির্মাণ করছেন পরিচালক অনম বিশ্বাস। ছবির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও নুসরাত ফারিয়া। কিন্তু এই দুজনকে ছাড়াই ছবির শুটিং শুরু করে দিয়েছেন নির্মাতা।

গেল শুক্রবার থেকে রাজধানীর পুরান ঢাকায় শুরু হয়েছে ছবির শুটিং।

এই প্রসঙ্গে নির্মাতা বলেন, প্রথম তিন দিনের শুটিংয়ে শুভ-ফারিয়া কেউই থাকছেন না। তারা দুজনেই তিন-চারদিন পর শুটিংয়ে অংশ নেবেন।

অনম বিশ্বাস আরও বলেন, প্রথম কিছুদিন পুরান ঢাকায় শুটিং করব আমরা। এরপর মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে।

তবে এর আগে নির্মাতা জানিয়েছিলেন, ‘ফুটবল ৭১’ ছবিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্বকে ফুটিয়ে তোলা হবে। মুক্তিযুদ্ধের ফুটবল দলের খেলোয়াড়দের নানা অবদানের গল্প উঠে আসবে। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এই ফুটবল দলের হাত ধরে উড়েছিল, সেই আবেগের চিত্রায়নও দেখানো হবে।

‘ফুটবল ৭১’ ২০১৯-২০ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এটি। শুভ-ফারিয়া ছাড়াও এতে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, বাধন লিংকন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *