বিনোদন

প্রকাশ্যে এলো ‘বলী (দ্য রেসলার)’ সিনেমার জোড়া পোস্টার

একটি নয়, একসঙ্গে দু দুটো পোস্টার প্রকাশিত হয়েছে ‘বলী (দ্য রেসলার)’ সিনেমার। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত এই সিনেমাটি এরই মাঝে জায়গা করে নিয়েছে এশিয়ার মর্যাদাপুর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের মূল প্রতিযোগিতা বিভাগে।

বলী (দ্য রেসলার)’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে এরই মাঝে বুসান পোছে গেছেন সিনেমার প্রযোজকর পিপলু আর খান। সেখানে যাবেন অভিনেতা নাসির উদ্দীন খানও। পাশাপাশি টরন্টো থেকে যোগ দেবেন পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী ও সহ প্রযোজক সাইফুল আজিম।

উৎসব শুরুর দিনে প্রকাশ করা হলো সিনেমার দুটি পোস্টার। কিন্তু একটি নয়, দুটি পোস্টার প্রকাশিত হয়েছে। তবে একসঙ্গে জোড়া পোস্টারের রহস্য কি?

এ বিষয়ে পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলছিলেন, বলী সাগরপাড়ের গল্প। সাগরের মতোই ‘বলী’ সিনেমার মূলত দুই রূপ। একটি খুবই শান্ত, রহস্যময়। আরেকটি খুবই নিষ্ঠুর, বিধ্বংসী রূপ। সিনেমার দুটি পোস্টারে এই দুটি রূপ ধরা পড়েছে। দুটো পোস্টারেরর ডিজাইনও করেছেন দুইজন আলাদা ডিজাইনার। তারা হলেন মনিরুল ইসলাম এবং সাবিনা ইয়াসমীন।

সিনেমার পোস্টার নিয়ে প্রযোজক পিপলু আর খান বলেন, আমি খুবই আনন্দিত যে একসঙ্গে বলীর দুটো পোস্টার চলে এসেছে। তাও আবার বুসানে ওয়ার্ল্ড প্রিমিয়ারের ঠিক আগে। সিনেমার সঙ্গে যারা যুক্ত সবাইকে শুভেচ্ছা। যে দুজন ডিজাইনার এটি করেছেন তাদেরও শুভেচ্ছা।

দক্ষিন কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ মুল প্রতিযোগিতা বিভাগে লড়ছে বাংলাদেশের সিনেমা ‘বলী দ্য রেসলার’। ২৮ তম এ আসরটি শুরু হবে অক্টোবরের ০৪ তারিখ থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী (দ্য রেসলার)’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। গেল বছরের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়। সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *