সাজেশন

দশম শ্রেণি – কৃষিশিক্ষা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

২১. পানির তলদেশে কোন মাছ বাস করে?

ক. কাতলা খ. সিলভারকার্প

গ. রুই ঘ. শিং

২২. কোনটি ফাইটোপ্লাঙ্কটন?

ক. রুটিকার খ. ড্যাফনিয়া

গ. ক্লোরেলা ঘ. ক্লাডেসিরা

২৩. নেকটন বলা হয় কোনটিকে?

ক. শামুক খ. ঝিনুক

গ. ব্যাঙ ঘ. শেওলা

২৪. কোন উদ্ভিদটি পানির তলদেশে থাকে?

ক. নাজাস খ. হেলেঞ্চা

গ. শাপলা ঘ. আড়াইল

২৫. ‘সিমাজিন’ কোন কাজে ব্যবহার করা হয়?

ক. মাটি শোধনে

খ. পানি পরিশোধনে

গ. আখ-বীজ শোধনে

ঘ. জলজ আগাছা দমনে

২৬. কোনটি রাক্ষুসে মাছ?

ক. রুই খ. কাতলা

গ. বোয়াল ঘ. মৃগেল

২৭. উদ্ভিদভোজী মাছ কোনটি?

ক. রুই খ. মৃগেল

গ. তেলাপিয়া ঘ. সরপুঁটি

২৮. পুকুরে প্লাঙ্কটন উৎপাদনের জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক. চুন

খ. জৈবসার

গ. কেচো সার

ঘ. সেক্কিডিস্ক

২৯. জুপ্লাঙ্কটনের উপস্থিতির জন্য পানির রং কেমন হয়?

ক. হলুদাভ খ. বেগুনি

গ. নীলাভ ঘ. বাদামি সবুজ

৩০. আলুর জন্য ক্ষতিকর—

i. নিম্ন তাপমাত্রা

ii. মেঘলা আকাশ

iii. কুয়াশাচ্ছন্ন আবহাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ঘ ২২.গ ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.খ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়

সূত্র : প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *