স্বাস্থ্য ও চিকিৎসা

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩৭ ভর্তি হাসপাতালে, মৃত্যু ২ জনের

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৩৭ জন রোগী। এসময়ে এইডিসবাহিত রোগটি কেড়েছে দুজনের প্রাণ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ৪২৯ জন ভর্তি হয়েছে ঢাকা মহানগরের বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে, বাকি ১০৮ রোগী ভর্তি হয়েছে ঢাকায়।

সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৬ হাজার ১৬০

এ বছর মোট ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ৭ হাজার ৪০৬ জন। ঢাকায় ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৫৪ জন।

গত একদিনে যে দুজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকায় একজন মারা গেছে, আরেকজন মারা গেছে ঢাকার বাইরে। সবমিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৪৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকায় ৯৪৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৯৪ জন মারা যায়।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২ হাজার ৫৭১ জন রোগী। তাদের মধ্যে ৬৭৫ জন ঢাকায় এবং ১ হাজার ৮৯৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন, অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন এবং নভেম্বরে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম সাত দিনে ভর্তি রোগীর সংখ্যা ৪২৬৯।

মাসওয়ারি মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম সাত দিনে ২১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *