বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

জবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আজ (মঙ্গলবার)। নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকরাই দুটি প্যানেলে বিভক্ত হয়ে অংশ নিচ্ছেন। অন্যদিকে বিগত কয়েক বছরের মতো এবারও নির্বাচন থেকে বিরত রয়েছেন বিএনপিপন্থি শিক্ষকরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোট গণনা শেষে বিকেলে ঘোষণা করা হবে ফলাফল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের দুটি নীল দল, স্বাধীনতা শিক্ষক সমাজ এবং জয় বাংলা শিক্ষক সমাজসহ মোট চারটি সংগঠন রয়েছে। এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে একজন, সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একজন, কোষাধ্যক্ষ পদে একজন এবং সাধারণ সদস্য পদে ১০ জন শিক্ষক নির্বাচিত হবেন।

মোট ৬৬৭ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *